ইসি সহযোগিতা করছে না, অভিযোগ জাহাঙ্গীরের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ১৮:২৬; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ২৩:৫০

আজ মঙ্গলবার উত্তরা ১ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গণসংযোগ শেষে জিয়ানজিয়ান চাইনিজ রেস্টুরেন্টের সামনের সড়কে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

প্রতিনিয়ত গণসংযোগে আওয়ামী লীগের বাধা, পাল্টা-কর্মসূচি ও নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিলেও কমিশন কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উত্তরা ১ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গণসংযোগ শেষে জিয়ানজিয়ান চাইনিজ রেস্টুরেন্টের সামনের সড়কে সংক্ষিপ্ত পথসভায় ধানের শীষের প্রার্থী এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর আরো বলেন, ‘আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না, আমরা মারামারিতে বিশ্বাসী না। আমাদের দল শান্তিপ্রিয়, শান্তিতে বিশ্বাসী। এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে আছি। আমাদের ধৈর্য ধারণ মানে এই না যে, আমরা দুর্বল। জনগণের ওপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। জনগণ ভোটকেন্দ্রে যাবে, ধানের শীষে তারা ভোট দেবে।’




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top