68

03/29/2024 গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২০ ০৫:৫৯

  • বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমাদের নেত্রী শেখ হাসিনা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আজ আমরা গণতন্ত্র চর্চা করতে বিজয় দিবস পালন করছি। বিএনপি-জামায়াত, আল বদর, আল শামস, রাজাকারদের ষড়যন্ত্র মোকাবেলা কিভাবে করতে হয় বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী শেখ হাসিনা তা জানেন।

বুধবার ৩০ ডিসেম্বর বিকাল ৩ টায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় নানক আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। করোনার সময় লকডাউনে শেখ হাসিনা যখন দেশের মানুষের কথা চিন্তা করলেন, জনগণের খাবার আসবে কোথা থেকে, তখন এই স্বেচ্ছাসেবক লীগ মানুষের কাছে কাছে গিয়ে খাবার পৌঁছে দিলেন। মানুষের পাশে দাঁড়ালেন। শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ নিম্ন ও মধ্যম আয়ের কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিয়েছেন। করোনায় মৃত লাশ দাফন করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আজকে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি আমরা। সাম্প্রদায়িক অপশক্তি খুনী চক্রের সকল ষড়যন্ত্র আমরা এই বাংলার মাটিতে রুখে দিব। কোন অপশক্তি এই গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ'র সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নির্মল চ্যাটার্জি, মজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম.আব্দুর রাজ্জাক, তানভীর শাকিল জয় এমপি, সালেহ মোহাম্মদ টুটুল, কৃষিবিদ আব্দুস সালাম, ডাঃ আসাদুজ্জামান রিন্টু,কাজী মোয়াজ্জেম হোসেন, অ্যাডঃ মানিক কুমার ঘোষ, সৈয়দ নাছির উদ্দীন, ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

চেয়ারম্যান : মাহফুজ আনাম চৌধুরী
যোগাযোগ: চ্যানেল ১৯ অনলাইন, বিএসইসি ভবন (লেভেল-৪), ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইল:
ইমেইল: